আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ভারতের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’।

চ্যানেলটির সম্প্রচার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে তারা।

এবার ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী মাহমুদুল হাসান।

রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট আবেদন জমা দেন।

রিটে তথ্য ও সম্প্রচার সচিব, টেলিযোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে। একই সঙ্গে আদালতকে একটি রুল জারির নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ভারতীয় এই টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশে সম্প্রচার চালিয়ে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করছে, যা দেশের অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।

রিটে আরও উল্লেখ করা হয়, ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ, যা আন্তর্জাতিক প্রচারনীতি লঙ্ঘন করে। তাই চ্যানেলটির প্রচার দ্রুত বন্ধে বিটিআরসিকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে এখনো আদালত কোনো আদেশ দেননি। শুনানির তারিখ নির্ধারণের অপেক্ষায় রয়েছে রিটটি।