লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে মাদক দ্রব্যের মামলায় ৪ জন আসামীর পৃথক পৃথক ১০ বছর কারাদণ্ডসহ অর্থ দন্ডাদেশ প্রদান করেছে আদালত। লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, ২১ আগষ্ট ২০২৫ ইং তারিখ সেসন মামলা নং- ২৮৪/১৬, জিআর নং-৯৪/২০১৬ (লাল) এবং লালমনিরহাট থানার মামলা নং-২৩ তাং-২৩/৩/২০১৬ ইং ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(১) টেবিলের ৭(খ) এর (২৫ কেজি গাঁজা) অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় আসামি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের ফজির উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৯), একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ফিরুক হোসেন ফারুক (২৬), মোঃ আমিনুল ইসলাম, (৪০) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা পাংঙ্গাটারী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪০) ও একই উপজেলার মোঃ ফজরের ছেলে মোঃ রাসেল মিয়া (২৫) লালমনিরহাট গনদের ১০ বছর কারাদ-সহ ৫,০০০/-টাকা অর্থদ-ে এবং অর্থদ- পরিশোধ ব্যর্থতায় ১(এক) মাস সশ্রম কারাদ- আদেশ প্রদান করেছেন।

বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, লালমনিরহাট মোঃ জয়নাল আবেদীন। তিনি বৃহস্পতিবার ২১ আগষ্ট ২০২৫ইং তারিখে ওই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামীগন আদালতে হাজির থাকায় পূর্বের জামিন আদেশ বাতিল পূর্বক তাহাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীদের অঋওঝ গ্রহণ শেষে দন্ড পরোয়ানা এবং ঈ/ড মুলে পুলিশ এসকর্ট এর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।