ল'ফোরাম রাজবাড়ী কতৃক আয়োজিত বিচারপতি, বিচারক ও আইনজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব এস. এম. কুদ্দুস জামান।
ল'ফোরাম রাজবাড়ী কতৃক আয়োজিত বিচারপতি, বিচারক ও আইনজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব এস. এম. কুদ্দুস জামান।ল'ফোরাম রাজবাড়ী কতৃক আয়োজিত বিচারপতি, বিচারক ও আইনজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব এস. এম. কুদ্দুস জামান।
মঙ্গলবার (১ এপ্রিল) রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আকরাম হোসেনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল' ফোরাম রাজবাড়ীর সভাপতি সাকিব আহমেদ খান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ল' ফোরাম রাজবাড়ীর সাধারণ সম্পাদক মো. রনি ইসলাম। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পরে বেলা ১ টায় আনন্দ র্যালি করেন ল' ফোরমের সকল সদস্য ও অতিথিবৃন্দ। এরপর দুপুরের খাবার শেষে পুনরায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন বিচারপতি জনাব এস এম কুদ্দুস জামান। তিনি বলেন, দেশের বিচার ব্যাবস্থায় সৎ এবং দক্ষ লোকের দরকার। তাহলে সকল মামলার দ্রুত বিচার সম্ভব হবে। বিচারকরা দক্ষতা অর্জন করলে দুই বছরের মধ্যে সকল মামলার ট্রায়াল সম্পন্ন সম্ভব।
আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী গরিবে নেওয়াজ, এডভোকেট সাইফুজ্জামান তুহিন, এডভোকেট জোবায়দা পারভীন, চুয়াডাঙ্গা জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমরান আলী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনেট সভাপতি এডভোকেট খন্দকার হাবিবুর রহমান প্রমুখ।