লালমনিরহাটে মাদক মামলায় পৃথক রায়ে ২জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেছেন, আদালত।

লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, গত বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ। লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী ওই রায় প্রদান করেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের মৃত্যু অতুল অধিকারীর ছেলে রজনী কান্ত অধিকারী (৪৫) এজাহার নামীয় আসামী। তার

যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০,০০০( দশ হাজার) টাকা অর্থদণ্ডে এবং অর্থদণ্ড পরিশোধ ব্যর্থতায় হলে ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন,ওই আদালতের বিচারক।

ওই দিন বর্নিত রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামী আদালতে হাজির থাকায় পূর্বের জামিন আদেশ বাতিল পূর্বক তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীর অঋওঝ গ্রহণ শেষে দন্ড পরোয়ানা এবং ঈ/ড মুলে পুলিশ এসকর্ট এর মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে, প্রেরণ করা হয়েছে। অপরদিকে মাদক মামলায় আর এক

আসামীর যাবজ্জীবন কারাদণ্ড সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি গ্রামের মৃত্যু কলিমুল্লাহ শেখ এর ছেলে মোঃ সাহার আলী ওরফে সাদ্দাম (৫২)কে মাদক মামলায় কারাদণ্ড প্রদান করেন আদালত।