রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে দখলমুক্ত করা হয় গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকা।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধানগড়া বাসস্ট্যান্ডের বিভিন্ন অংশে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট স্থাপন করা হয়েছিল। এসব স্থাপনার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং যাত্রী ও সাধারণ মানুষের চলাফেরায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেয়া সত্ত্বেও দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রশাসন বাধ্য হয়ে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযানের সময় সকল অবৈধ দোকানপাট ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে সরকারি জমিতে কোনো ধরনের দখল বা স্থাপনা নির্মাণ না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, “সরকারি জমি জনগণের সম্পদ। এটি দখলমুক্ত রাখা প্রশাসনের দায়িত্ব। যারা আইন অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উচ্ছেদ অভিযানের ফলে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, প্রশাসনের এ উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

উল্লেখ্য, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে।