সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াস গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করে আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দিয়েছেন। ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরের দিন শুক্রবার শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।