আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির সাংবাদিক মিহির কুমার সরকারকে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা সংক্রান্ত মামলায় দুই সহোদর ভাইসহ ৫জনকে অভিযুক্ত আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে। মামলা তদন্ত ও ডাক্তারী সনদপত্রের ভিক্তিতে ঘটনার প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় গত বৃহস্পতিবার মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এই চার্জশীট দাখিল করেন। চার্জশীটে অভিযুক্ত আসামীরা হলো,আদমদীঘির চড়কতলার মৃত নিবারন সরকারের ছেলে বিভাষ চন্দ্র সরকার (৬০) তার ভাই বিকাশ চন্দ্র সরকার (৫৭), গোলক চন্দ্র সিংহের ছেলে সুভাষ চন্দ্র সিং (মন্টু) (৫৩), কমল চন্দ্র মজুমদারের ছেলে নতুন মজুমদার (২৫), ও বিকাশ চন্দ্রের স্ত্রী শ্রীমতি বাসকি রানী সরকার (৪০)।