শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার সূচনা আজ, শনিবার (৩ আগস্ট)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

একটি ফেসবুক পোস্টে অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, তিনি আজ শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রাথমিক বক্তব্য উপস্থাপন করবেন এবং মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে।

এই বিচার কার্যক্রম নিয়ে রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে আরও তথ্য প্রকাশের অপেক্ষা করা হচ্ছে।