রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিয়ে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৯ মে) নিবন্ধন দেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। রায় প্রকাশের ৩০ কর্ম দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

পরে এ এম মাহবুবব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবদন করে। ২০২৩ সালের ২৪ জুলাই ইসি সেই আবেদন নামঞ্জুর করে। পরে ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ওই বছর ১২ সেপ্টম্বর হাইকোর্টে রিট করেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। রিটে প্রাথমিক শুনানির পর ৫ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট।

তিনি আরো বলেন, ‘দলঠিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানির পর সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।’

রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিয়ে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।