সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় মাহফুজুর রহমানের আইনজীবী জামিন আবেদন দাখিল করলে আদালত আগামী রোববার শুনানীর তারিখ ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ। এসএমপির কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে সেই মামলায় বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ৫ আগস্টের পর সিলেটের বেশীরভাগ আওয়ামী লীগ নেতারা গ্রেফতার হয়েছেন কিংবা পালিয়ে গেছেন। সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন এডভোকেট মাহফুজুর রহমান। এতদিন তিনি প্রকাশ্যেই আদালতে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন।