আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে আগামী ৩১ জুলাইয়ের এজিএমে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে ৪ আগস্ট এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে ইউসিবি ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী আরশাদুর রউফ ও সাইফুজ্জামান তুহিন। রিটকারীদের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে, গত ২৭ জুলাই ব্যাংকের ছয় শেয়ারহোল্ডারদের দায়ের করা পৃথক দুটি রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর এবং বিচারপতি আহমেদ সোহেলের পৃথক দুটি হাইকোর্টের কোম্পানি বেঞ্চ ৩১ জুলাই নির্ধারিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ মাসের জন্য স্থগিত করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গতকাল আপিল বিভাগের চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আগামী ৪ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
আইনজীবীরা জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চলতি বছরের ২৯ মে অনুষ্ঠিত ৫১৩তম বোর্ড সভায় ৪২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে ব্যাংকের অনুমোদিত মূলধন ২৫ বিলিয়ন টাকা থেকে বাড়িয়ে ৫০ বিলিয়ন টাকা করার সিদ্ধান্ত নেয়। বোর্ড রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকের মূল মূলধন বৃদ্ধির সুপারিশ করেছে এবং কৌশলগত বিনিয়োগকারীকে নতুন শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠিত হয়। সেই পরিচালনা পরিষদের অধীনে ৩১ জুলাই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ব্যাংকের ছয় শেয়ারহোল্ডার এজিএম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।