নেত্রকোনার পূর্বধলা উপজলায় গার্মেন্টস কর্মী কমলা খাতুন (২৬) হত্যার অভিযোগে
নিজাম উদ্দিন(৩৩) নামের এক ব্যক্তিকে মত্যুদন্ডের আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। ৪ মে রবিবার বিকালে নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় দেন। মত্যুদন্ডের আদেশপ্রাপ্ত আসামি হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন। কমলা খাতুন দুর্গাপুর উপজলার বড়বাট্টা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্র জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরের বড়বাট্টা গ্রামের কমলা খাতুনের সাথে পূর্বধলার আগিয়া গ্রামের নাজিম উদ্দিনের বিবাহবিচ্ছেদ এর পর গাজীপুর জেলার টংগীর মিরা বাজার এলাকায় তার ছোট বোন চাম্পা খাতুনের বাসায় থাকতেন। সেখান থেকে গার্মেন্টে চাকুরী করতেন কমলা। চাকুরিরত অবস্থায় বিভিন্ন জনের সাথে তার প্রতিনিয়ত মোবাইল ফোনে কথা হত। একদিন ভাতিজার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন কমলা। নিখোঁজের পর দিন ২০২২ সনের ১৯ নবেম্বর বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নর পাবই দাসপাড়া বালুচড়া বাজারের দক্ষিণ পাশ পাকা সড়কের কাছ থেকে কমলার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তার বড় ভাই নিজাম উদ্দিন (৩৫) বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতনামা কয়কজনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।