রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জে শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মিরপুর, শ্যামপুর, বারিধারা ও কেরানীগঞ্জ এলাকায় ঘটনাগুলো ঘটে। এছাড়া আজিমপুরে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা বানচাল করে দিয়েছে পুলিশ। এদিকে শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্যামপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। শ্যামপুর মডেল থানার বরাত দিয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ভোর চারটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী রাফসান পালিয়ে যান। তিনিও একই সংগঠন করেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতার উদ্দেশ্যে এই দুই যুবক যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সিয়ামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিরন মিয়া জানান, শনিবার রাতে সোয়া ১টার দিকে বারিধারায় একটি কলেজ বাসে এবং রাত ৩টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাসই সড়কে দাঁড়িয়ে ছিল এবং আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এর আগে, মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এদিকে ঢাকার কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা তরঙ্গ পরিবহনের একটি বাসে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসীর মধ্যে এ ঘটনার পেছনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাসে অগ্নিকা-ের ঘটনা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু। তিনি জানান, বাসটি দুই দিন ধরে রাস্তার পাশে পার্কিং অবস্থায় ছিল। ভোরে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

অন্যদিকে পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় নাশকতাকারীরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আমাদের কাছে খবর আসে, পল্লবী সেকশন-২-এ বিকল্প পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমাদের দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।