বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের ২দফা দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।
গত ৫ মে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে আদালত চত্বরে সকালে ২ ঘণ্টা সর্বাত্মক শান্তিপূর্ণভাবে এই কর্মবিরতি পালন করা হয়।
যশোর : সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান, স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ ৫ দফা দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে যশোর আদালতের কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে আদালত চত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করে তারা। সংগঠনের সভাপতি মোনায়েম কবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
মেহেরপুর : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করেন। বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলা জজ ও দায়রা জজ আদালতের সামনে কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ও চীফ জুডিশিয়াল স্টেনো গ্রাফার কর্মচারী শেখ মোহাম্মদ আহসানুল হকের নেতৃত্বে কর্মবিরতি কর্মসূচি পালন করেন।
মাগুরা : বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার ব্যানারে জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক অঙ্গনের কর্মচারীরা। সোমবার দুই ঘন্টাব্যাপী জেলা জজ আদালতের সামনে এই কর্মবিরতি পালন করেন।