ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, নয় নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।
তদন্ত কর্মর্তার আবেদন অনুযায়ী দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন-সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন। আদালত আসামিদের বিদেশযাত্রা ঠেকাতে পুলিশের বিশেষ শাখা-এসবির সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে।
চলতি বছরের ২২ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়-ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি। এরপর মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের ধারা যোগ করা হয়।
মামলায় ২০১৪ সালের নির্বাচনের সময়কার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে সিইসির দায়িত্ব পালন করা এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে সিইসি পদে থাকা কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে।