গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের টিসিবির মালামাল জব্দপূর্বক পলাশবাড়ী উপজেলা জাকির হোসেন নামের এক ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত বারটার দিকে ৭নং ইদিলপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়,গত কয়েক দিন থেকে ইদিলপুর ইউনিয়নের টিসিবির কার্ডধারী উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে নতুন পদ্ধতিতে পণ্য বিক্রি চলছিলো। গত কাল পর্যন্ত ৩৮টি স্মার্ট কার্ডের মালামাল বিতরণ করা সম্ভব হয়নি। যা গোডাউনে সংরক্ষিত ছিলো। গতকাল শুক্রবার দিবাগত রাত বারটার দিকে উক্ত মালামাল ডিলারের মনোনীত ব্যক্তি জাকির হোসেন,চাউল-২৭৩ কেজি,মসুরের ডাল-৭৪ কেজি চিনি- ৩৮ কেজি, তৈল ৭৪ কেজি বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে পলাশবাড়ীর দিকে নিয়ে যা”িছলেন। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেয়ে উক্ত মালামাল বোঝাই ভ্যান আটক করে প্রশাসন কে খবর দেয়।

তারা বিষয়টি প্রশাসনকে অবগত করলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম রাতেই ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দ করে ও জাকির হোসেন নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তার ২০ হাজার টাকা জরিমানা করে। এ-সময় জাকির হোসেনের লোকজন এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালগাল করলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি কৌশলে নিয়ন্ত্রণ করে।

টিসিবির পণ্য বিতরণের দায়িত্বপ্রাপ্ত (ট্যাক) অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন,আমি ৩৮টি কার্ডের মালামাল বিভিন্ন সমস্যার কারণে বিতরণ না করতে পেয়ে গোডাউনে রেখে চলে যাই। পরবর্তীতে রাতে জানতে পারি ডিলারের দায়িত্বে থাকা জাকির হোসেন গভীর রাতে মালামাল নিয়ে যা”িছলেন। এসময় এলাকাবাসী তাকে মালামাল সহ আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতে মালামাল জব্দ সহ ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।