দেশের ২১৮ টি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে রায় দিয়েছেন হাইকোর্ট।

গত মঙ্গলবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের দ্বৈত বেঞ্চ রিটের পূর্ণাঙ্গ শুনানি শেষে ২১৮ জন আবেদনকারীদের নিয়োগ প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাদেরকে সহযোগিতা করেন আইনজীবী নাঈম সর্দার, জাওয়াদ আহমেদ সিকদার গুলজার আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান।

এর আগে ২০২১ সালে ২১৮ টি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ২০২১ সালে দেশের বিভিন্ন দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা মৌলিক অধিকার পরিপন্থি দাবি করে এবং নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশনা চেয়ে ২১৮ জন আবেদনকারীর রিট আবেদন দাখিল করেন । ১৯ সেপ্টেম্বর ২০২১ সালে এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছিলেন। একই সঙ্গে এই পোস্টে আবেদনকারীদের নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ কেনো দেয়া হবে না সে বিষয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেছিলেন আদালত।