বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে দুদকের প্রধান কার্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করা অবস্থায় আনুমানিক ৩টা ৪০ মিনিটে গ্রেপ্তার করা হয়।
সিয়াম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
২০২৫ সালের ২৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করা হয়।
গত ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চার্জশিট দাখিলের অনুমোদনপ্রাপ্ত হয়ে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর চার্জশিট নম্বর- ১৪৫, বিচারার্থে আদালতে দাখিল করা হয়েছে।