বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিজয় টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি শাকিল আহমেদ এর নীল রংয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সম্প্রতি উপজেলা বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও সুতিরপাড় এলাকার ফিডার রোড থেকে ৩ দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
বিজয় টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি শাকিল আহমেদ জানান, বাড়ি যাওয়ার পথে পেছন দিক থেকে নাম্বার বিহীন ১৩৫ সিসি লাল ডিসকভার মোটরসাইকেল নিয়ে ৩ জন আমার পথ গতিরোধ করে এবং পিস্তল ঠেকিয়ে আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এই ৩ জনের মধ্যে দুই জনের বয়স ২২ থেকে ২৫ বছর এবং অপর একজনের বয়স ৩০ এর উপরে হবে। আমার মোটরসাইকেলটি একজন চালিয়ে নিয়ে বড়াইগ্রাম থানার মোড়ের দিকে চলে যায়।