অপরাধ
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কামরুল ইবনে হাসান নামের ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।
Printed Edition
ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কামরুল ইবনে হাসান নামের ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী কেন্দ্রিয় ইদগাহ সংলগ্ন জম জম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে নিহত কামরুলসহ আরো কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়। রাউজান হাইওয়ে থানার অফিসার এস আই মোহাম্মদ সফিকুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।