স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল আহসান জিহাদ (১৯) হত্যার মূল আসামি ও আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ১৯ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে জিহাদ তার বন্ধু আরিফ ও ছোট ভাই রহমানের সঙ্গে হোসেন মার্কেট এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

ঘটনাস্থল উত্তর আউচপাড়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে জহির মার্কেটের পাশের গলি, সাহাজউদ্দিন সরকার রোড, তাহসিন মেডিসিন কর্ণারের সামনে। পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল্লাহ (২০) ও তার কয়েকজন সহযোগী, যাদের মধ্যে ছিলেন স্বাধীন (২১), অনিক (২০), আল আমিন (২২), আক্তার হোসেন (২৪) ও সুজন @ জীবন (২৪), হঠাৎ ভিকটিম ও তার সঙ্গীদের ওপর আক্রমণ চালায়।

ভিকটিমের সঙ্গীরা দৌড়িয়ে পালিয়ে গেলে আব্দুল্লাহ একা থাকা জিহাদকে মারপিট করে এবং তার হাতে থাকা সুইচগিয়ার চাকু দিয়ে বাম উরুতে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। জখম অবস্থায় জিহাদ ডাকচিৎকার করলে অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জিহাদকে টঙ্গী পশ্চিমের ঢাকা ইম্পেরিয়া হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে উত্তরা এলাকায় তার মৃত্যু হয়।

ভিকটিমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম (৫১) থানায় হাজির হয়ে এ ঘটনার বিষয়ে মামলা দায়ের করেন। মামলা নং ১৪/২১১, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়।

পুলিশের পদক্ষেপে ভিকটিমের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। পাশাপাশি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।