স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার তাজ আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মে ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জিএমপি বাসন থানার ওসি, মো. শাহিন খান জানান, পুলিশের মোবাইল–২ ও কিলো–২ টিমের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ প্রকাশ্যে দেহ প্রদর্শন করে পথচারী ও স্থানীয় জনসাধারণকে অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন।

অভিযানের সময় ১৭ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ২৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাসন থানার প্রসিকিউশন নং–২৭৫/২০২৫, তারিখ ২৫/১১/২০২৫, ধারা—জিএমপি অধ্যাদেশের ৭৫ অনুযায়ী মামলা রুজু করা হয়। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, জনসাধারণের নিরাপত্তা, নৈতিক পরিবেশ রক্ষা এবং অপরাধ দমন অব্যাহত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।