নরসিংদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের খবর সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সদর হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের বিষয়ে খবর পেয়ে সাংবাদিকরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন। একপর্যায়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউমকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে তার অনুসারীরা সাংবাদিক আইয়ুব খানের ওপর অতর্কিতে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
হামলায় আহত হয়েছেন আরও চার সাংবাদিক। তারা হলেন- সময় টিভির নরসিংদী স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, একাত্তর টিভির ক্যামেরাম্যান মো. ঈদুল ফিতর, সময় টিভির ক্যামেরাম্যান মাহফুজুর রহমান এবং আরও একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফটোসাংবাদিক।
হামলার শিকার সাংবাদিকরা জানান, হামলাকারীদের হাতে থাকা লাঠি, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর চালানো হয়। তাৎক্ষণিকভাবে অন্য সাংবাদিক ও হাসপাতালের লোকজন এগিয়ে এলে আহত সাংবাদিকরা হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সাংবাদিক আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। মাথার ডান পাশে চারটি সেলাই দিতে হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।