স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে মেয়ে শিক্ষার্থীদের দিকে তাকানোকে কেন্দ্র করে নবম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের ছুরিকাঘাতে একই মাদ্রাসার দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা মাঠের উত্তর-পূর্ব পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
আহত শিক্ষার্থীরা—রিফাত, নাজিম উদ্দিন, নিলয়, মুহীন উদ্দিন এবং আরেক রিফাত—পাঁচজনই দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীদের বরাতে জানা যায়, আগের দিন পরীক্ষাকক্ষে মেয়ে শিক্ষার্থীদের দিকে তাকানো নিয়ে সিয়ামের সঙ্গে এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। পরদিন সিয়াম বাসা থেকে ছুরি নিয়ে মাদ্রাসায় আসে এবং পরীক্ষা শেষে নাজিম তার কাছে ব্যাখ্যা চাইলে সে ছুরি চালায়। তাকে বাঁচাতে গেলে আরও চারজন আহত হয়। ঘটনার পর সিয়াম পূর্বপ্রস্তুত অটোরিকশায় পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান জানান, পাঁচজনকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তকে ধরার নির্দেশ দিয়েছেন।