রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা শেরেবাংলা নগর থানায় রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
থানা সূত্রে জানা গেছে, চারটি মামলার সবকটির বাদী পুলিশ সদস্য। এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগে কর্মরত এক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
মামলাগুলোতে মোট ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ছিল, ‘জুলাই সনদ’-এ তিনটি প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের একটি অংশ সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা বোতল ও চেয়ার নিক্ষেপ করে, পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার সময় সড়কে আগুন দেওয়া হয় এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।
শিরোনাম প্রস্তাব:
মানিক মিয়া অ্যাভিনিউ সংঘর্ষ: ‘জুলাই যোদ্ধা’ আন্দোলনে চার মামলা, একজন গ্রেপ্তার