নারায়ণগঞ্জের ফতুল্লার গৃহবধূ ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী সজীব ওরফে বদনা সজীবকে ময়মনসিংহ’র ভালুকা গ্রেফতার করেছে। সোমবার রাতে র্যাব-১১ ও র্যাব-১৪ যৌথ ভাবে ভালুকা থানার মল্লিক বাড়ি ইউনিয়নের ধামশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপরে নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার গাবতলী এলাকায় পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ এর ঘটনা ঘটে। ওই ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামী সজীব ওরফে বদনা সজীব (৪০)কে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মল্লিক বাড়ি ইউনিয়নের ধামশুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজীব ওরফে বদনা সজীব নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার গাবতলী প্রাইমারী স্কুল এলাকার আঃ মান্নানের ছেলে।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে এবং এজাহার পর্যালোচনায় জানা যায়, ভিকটিমের বিয়ের পূর্বে অভিযুক্ত মাহিম এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর থেকে বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম ভিকটিমকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত। এরই ধারাবাহিকাতায় ঘটনার দিন গাবতলী এলাকার একটি ভাড়া বাসাতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায়।