স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ, সদর থানাধীন হাতিয়াবো তদন্ত কেন্দ্র ও বাসন থানা পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মোঃ মাসুম খান ওরফে শুটার মাসুম (৫৫) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানা ও গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সদর থানাধীন হাতিয়াবো তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আসাদুল ওরফে সাগর (৪১) ও পারভেজ (২০) কে গ্রেফতার করে। আসাদুল ওরফে সাগরের বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা ও অন্যান্য ধারায় আরও দুটি মামলা রয়েছে এবং পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। তারা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী রজব আলী (৩২) ও মারুফ খান (২৯) কে গ্রেফতার করে। রজব আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে এবং মারুফ খানের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের ফলে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।