মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর মনোহরদীতে বিদেশী পিস্তলসহ মামুন প্রধান এবং আজিম খান নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই রাউন্ড গুলী ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত শনিবার সন্ধ্যায় উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা গ্রামের মুরগী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন প্রধান (৩৬) শিবপুর উপজেলা আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ও একই গ্রামের চাকবাড়ীর মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চঙ্গভান্ডা গ্রামে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবর আসে পুলিশের কাছে। থানার সহকারী পরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম তৎক্ষণাৎ বিষয়টি শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার এবং মনোহরদী থানার ওসি আব্দুল জব্বারকে অবহিত করেন।
পরে তাদের নির্দেশে এসআই মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মো. মামুন প্রধান ও আজিম খানকে আটক করা হয়।