নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন প্রতিবেশী ও সম্পর্কে জেঠাতো ভাই মজিবুর রহমানের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. ওয়াসিম মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা থেকে অভিযোগ তুলে নিতে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত মজিবুর রহমান ও তাঁর পরিবার।
ভুক্তভোগীর স্বামী ওয়াসিম মিয়া জানান, এর আগেও প্রায় ৫ মাস আগে মজিবুর রহমান রাতের অন্ধকারে ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সে সময় বিষয়টি জানাজানি হলে মজিবুর এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিছুদিন পর এলাকার এরশাদ মিয়া নামক এক ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, এরশাদ মিয়ার দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। গৃহবধূর জা সোমা আক্তার সহ স্থানীয় বাসিন্দারা জানান, মজিবুর রহমানের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ। তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।”
নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্ত মজিবুর রহমান অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, “পূর্বশত্রুতাবশত তাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বর্তমানে আমার বাড়িঘরের চারপাশে বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে।”