স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বক্তারপুর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় তৈরী ৩০২ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, গাজীপুর, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকা থেকে সোহাগপল্লী অভিমুখী রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে সন্দেহভাজন একটি ছোট কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-২৩-১৩৫৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। কাভার্ডভ্যানের ভিতরে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয় ভারতীয় উৎপাদিত ৩০২ বোতল ফেনসিডিল।

পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালক জীবন মিয়া (৩৫), পিতা-মৃত ধনু মিয়া, মাতা-পুতুল বেগম, গ্রাম-কারপাশা, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ এবং তার সহকারী জামরুল ইসলাম (২৭), পিতা-আব্দুল আজিজ, মাতা-আলেয়া বেগম, গ্রাম-খোদ বিছনদই, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট—উভয়কে গ্রেফতার করে। বর্তমানে তারা গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বসবাস করছে।

জব্দকৃত ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এসআই (নিঃ) রেজাউল করিম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ)/৩৮ ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ: ১২/০৭/২০২৫) দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।