কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
কটিয়াদী উপজেলার চান্দ্রপুর ইউনিয়ন চাতল বাঘহাটা উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি নেতা মনিরুজ্জামান ও প্রতিপক্ষ বিএনপি নেতা এডঃ নজরিুল ইসলামের লোকদের সাথে সংঘর্ষে আশিক নামের একজন নিহত হয়েছে। তিনি প্রবাস থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন। তিনি উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে তার বোন দাবি করেছেন তবুও কেন এমন মৃত্যু বলে হাসপাতালে বারান্দায় কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছেন।
অপরাধীকে দ্রুত আইনের মাধ্যমে বিচারের দাবিতে স্থানীয় লোকজন তাৎক্ষণিক লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।