রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে পূর্ব শত্রুতার জের ধরে ব্যাংক কর্মকর্তাসহ তার মায়ের উপর হামলা করে আহত করার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় রামপাল থানায় গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ব্যাংক কর্মকর্তার পিতা শেখ রুস্তুম আলী। মামলার পরপরই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীদের আটক করে।
পরদিন শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।ভুক্তভোগী রুস্তুম আলী ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের শেখ রুস্তুম আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আ. হাকিমের ছেলে মুন্নু শেখদের সাথে।
ইতিপূর্বে ও বেশ কয়েকবার মুন্নু শেখ ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে শেখ রুস্তুম আলী, তার স্ত্রী আনজিরা বেগমকে মারপিট করে আহত করে।
এছাড়াও তাদের পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে ও রামপাল থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রতিবারই একটি প্রভাবশালী মহলের তৎপরতায় ওই সন্ত্রাসীরা পার পেয়ে যায়। যে কারণে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।