হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুরে ৯০ পিচ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত দুইঘটিকার সময় উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের সাকুচিয়া থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে একজন হরিরামপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন-হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামের সাদেক খন্দকারের ছেলে খন্দকার রফিকুল ইসলাম ওরফে রফিক দরবেশ (৫৬), একি ইউনিয়নের বলর্দী গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাজিব (২৮), কুন্দুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহবুব আলম শুভ (৩৫), ও ইজদিয়া গ্রামের আদমউদ্দিনের ছেলে (হরিরামপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্ববায়ক) মো. হারুন (৩৫)।