নড়াইলের কালিয়ায় ধারালো অস্ত্র দিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড়া গ্রামের আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখ (৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার শামীম শেখ ইজিবাইকে করে তার অসুস্থ বাবাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের মেম্বার সোহেল শেখের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলযোগে ৮-৯ জন ব্যক্তি এসে শামীম শেখ ও তার পিতার ওপর অতর্কিত হামলা করে তাদের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত আবেদ ও শামীম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মোশারেফ শেখের ছেলে আনিচ শেখকে প্রায় এক বছর পূর্বে হত্যা করে প্রতিপক্ষরা। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামী শামীম শেখ।