অপরাধ
প্রতিবন্ধী কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ॥ আটক ১
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবেধেঁ ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
Printed Edition
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবেধেঁ ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটায় উপজেলার বাঘবেড় ইউনিয়ন সানন্দখিলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোহাব্বত আলীর নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
অভিযোক্তরা হলেন, একই গ্রামের মৃত আহম্মদ আলী ছেলে নজরুল ইসলাম (৫২), মৃত আব্দুল হেকিম এর ছেলে আব্দুল গুনী (৫৫) ,মৃত শহর আলী ছেলে মহাব্বত আলী (৪৮)।
ভোক্তভোগী ঐ কিশোরীর বলেন, প্রতিদিনের মতো মেয়েকে রেখে সকালে কাজে ব্যস্ত হয়ে পড়েন মা । বাড়ির পাশে বসে ছিলেন তিনি। এসময় ঐ কিশোরীর উকিল নানা নজরুল ইসলাম কিশোরীর হাতে ডিম ও টাকা দিয়ে বিভিন্ন প্রলোভনে পাশ্বর্বতী বাড়িতে নিয়ে যায়। পরে ঐ রুমে প্রবেশ করার পর বাড়ির মালিক বাহির থেকে তালা লাগিয়ে দেন। পরে নজরুল ইসলাম, আবদুল গণি, ও মোহাব্বত আলীর পর্যায়ক্রমে ধর্ষণ করেন ্ও কিশোরীকে।
ওই কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে মানসিক বাকপ্রতিবন্ধী। নজরুল গণি এর আগেও মেয়েকে ধর্ষণ করেছিল। কিন্তু প্রমোণের অভাবে কিছু বলতে পারি নাই। আজ সকালে নজরুল মেয়েকে ডেকে নিয়ে যেতে দেখি। পরে অনেকে সময় পেরিয়ে গেলেও সে না আশায় আমি মেয়েকে খুঁজতে থাকি। একপর্যায়ে পাশের বাড়ির আছিয়া খাতুনের ঘরে তালা দেওয়া দেখে আমার সন্দেহ হয়। আমি তাকে আমার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করি। সে অস্বীকার করেন। আমি একটু আড়ালে চলে যায়। এসময় আছিয়া রুমের তালা খুলে নজরুল ও গণিকে বের করে দেয়। তাৎক্ষণিক আমি ছুটে গিয়ে ঘরের দরজায় সিকল লাগিয়ে দেয়। আমি একলা মানুষ দুজনকে আটকে রাখতে পারি নাই। পরে আমি সিকল লাগিয়ে চিৎকার করতে থাকি। পরে এলাকার লোকজন জরো হলে রুমের ভিতর ঘাটের নিচে থেকে মোহাব্বত আলীকে পাওয়া যায়। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় এলাকার লোজকন। আমি মামলা দেব। ওর উপযুক্ত বিচার চাই।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভিকটিম থানা হেফাজতে রয়েছেন। আইনিব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন সরকার মামুন, মেয়েটির বয়স অল্প। দুঃখজনক একটি ঘটনা। ধোবাউড়া একটি কাজে ব্যস্ত ছিলাম। এ ঘটনা আমি শুনেছি।