নোয়াখালী সংবাদদাতা : হাতিয়া উপজেলায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার সকালে মুমুর্ষূ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত ওসমানের বাড়ি উপজেলা তমরদ্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জোড়খালি গ্রামে। তিনি মৃত ইদ্রিস আহমদের ছেলে। এ ঘটনায় নিহতের ভাবী সাবিনা বেগম কে আটক করা হয়েছে। এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে যায়। নিহতের মৃত দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরাধ
জমি নিয়ে বিরোধের জেরে একজন খুন
হাতিয়া উপজেলায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।