বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।
জানা গেছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকান্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়ায় বিচারপতি শাহীনকে সংবর্ধনা প্রদান : বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের নবনিযুক্ত বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম ও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সবাইকে এক সাথে কাজ করতে হবে। বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আজো বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়, কিন্তু কেন? তিনি আইনজীবিদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিচারকদের ঘুষ দেবেন না। কারন আপনি ঘুষ দেন বলেই বিচারক নেন। তিনি আরো বলেন, দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে হবে। দেশের রাস্তা, ঘাট, ব্রিজ কালভার্ট সহ উন্নয়ন কাজের জন্য টাকা দরকার। আমি একজন নাগরিক হিসেবে এটা আমার দাবি। আপনারা পড়াশুনা করবেন। জানার কোন বিকল্প নেই। জানতে একজন দক্ষ আইনজীবী হতে পারবেন। কথায় কথায় কোর্ট বর্জন করবেন না। বার ও বেন্চ এর মধ্যে সুসম্পর্ক রাখবেন। আমি বগুড়ার একজন মানুষ হিসেবে সম্ভব সবকিছু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সমাজের অবহেলিত ও বন্চিত মানুষের জন্য কাজ করতে পারি। তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা অ্যাডভোকটস বার সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর পরিচালনায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাসনিকুর ইসলাম, গভর্নমেন্ট প্লিডার (জিপি) শফিকুল ইসলাম টুকু, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান ও অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান, বার সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (১) প্রমুখ। সভায় বিশেষ জজ সহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীনকে বার সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।