মোংলা সংবাদদাতা: সুন্দরবনের পশুর নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’র সক্রিয় দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজন করা সংবাদ সম্মেলনে জোনাল মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৬টার দিকে সুন্দরবনের ভাইজোড়া খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবাড়িয়ার সমন্বিত টহল দল অভিযানে অংশ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

অভিযান শেষে তল্লাশিতে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।