স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সোয়া চারটার দিকে মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুঃসাহসিক ঘটনা ঘটে। ককটেলের বিকট শব্দে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।

বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাচ বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার এক সহকারী। তারা একটি ব্যাগে করে টাকা বহন করে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা ২-৩টি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে মানুষজন দিকভ্রান্ত হয়ে পড়লে সুযোগ নিয়ে ছিনতাইকারীরা টাকা বহনকারী দুজনকে মারধর করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, সম্ভাব্য পালানোর পথ শনাক্ত এবং ছিনতাইকারীদের চিহ্নিত করতে একাধিক টিম একযোগে কাজ শুরু করেছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এগুলো টার্গেটেট ছিনতাই। এ ধরনের দুঃসাহসিক অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি নগরবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

এই ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও পুলিশের দ্রুত তৎপরতা ও কমিশনারের কঠোর অবস্থানে নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।