রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি কার্ড টিসিবির স্মার্ট কার্ড বিতরণে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) ইউনিয়ন পরিষদে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করে। আটককৃত রাশিদুল ইসলাম উপজেলার ৬ নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উক্ত ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Untitled

তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এসয় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফ্যামিলি কার্ড টিসিবি দেয়ার বিপরীতে ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ তিনশত টাকা আদায় করেন। অনেকের কাছ থেকে একই অর্থ বছরে দুই বার বসতবাড়ির কর আদায় করা হয়েছে।

এক পর্যায়ে ভুক্তভোগীরা স্মার্ট কার্ড বিতরণের বিপরীতে বসতবাড়ির কর আদায়ের প্রতিবাদ করলে উত্তেজনা বিরাজ করে। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর পুলিশে সোর্পদ করেন। ওই ইউনিয়নের রাজিব শটিবাড়ি গ্রামের টিসিবির উপকারভোগী নুরুজ্জামান বলেন, তার কাছে থেকে গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির কর নিয়েছে।

একই অর্থবছরে আজ ১৭ জুন মঙ্গলবার স্মার্ট কার্ড দেয়ার সময় আবার বসতবাড়ির কর তিনশত টাকা রশিদ মুলে নিয়েছে। এটা চাঁদাবাজি। তিনি বলেন, শুধু তার কাছেই নয়, ইউনিয়নের সব অসহায় উপকারভোগীদের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের নামে প্রায় বেশি বেশি করে টাকা আদায় করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ জানান শাহ জানান, রশিদের মাধ্যমে চাঁদা দাবি ও চাদাঁ আদায়ের অপরাধে উপকারভোগী নুরুজ্জামানের লিখিত এজাহারে প্রেক্ষিতে কাউনিয়া থানার ৩৮৫/৩৮৬ ধারায়। মামলা রুজু করা হয়েছে পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।