বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় ‘ডিবি’ পরিচয়ে “চাঁদাবাজি” অভিযোগে কথিত সাংবাদিক মিজানুর ওরফে মিজান (৪৫)সহ হাবিবুর রহমান হাবিব (২৯)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় আবু রায়হান রনি (৩৪) নামের একজন পালিয়ে যায়। রাতে উপজেলার জামনগর বাজারে চাঁদাবাজি করার সময় তাদের কে আটক করে এলাকাবাসী।
আটক মিজানুর ওরফে মিজান উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে। সে নিজেকে দৈনিক নতুন দিন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিত। আর হাবিবুর রহমান হাবিব নাটোর সদরের হাশিমপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে এবং পলাতক আবু রায়হান রনি নাটোর সদর উপজেলার চন্দনপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আবু রায়হান রনি চাকরি চুত্য সেনাবাহিনীর সদস্য বলে যানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে সাতটার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজার এলাকার বাসিন্দা বাবলুর ছেলে ও ওই বাজারের মুরগির ব্যবসায়ী শাকিলের কাছে থেকে চাঁদা দাবি করলে শাকিল চাঁদা দিতে অস্বীকৃতি জানায় এবং আশেপাশের লোকজনকে ডাক দেয়। এ সময় বাজারের লোকজন এসে মিজান ও হাবিবকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং থানা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কে থানায় নিয়ে যায়। এ সময় নীল রঙের একটি হিরো প্যাশন মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নাম্বার রাজ মেট্রো হ-১৪-১১৭১), দুইটি মোবাইল ফোন, একটি সাংবাদিকের প্রেস নতুন দিন লেখা আইডি কার্ড, একটি মানবাধিকার প্রতিদিন প্রেস লেখা আইডি কার্ড জব্দ করে পুলিশ।
স্থানীয়রা জানান, এর আগেও ওই ইউনিয়নের বিভিন্ন জায়গায় তারা মাদক ব্যবসায়ীদের কাছে ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবি করত। কিছুদিন আগে জামনগর তিলপাড়া গ্রামের শ্রী গোলকের স্ত্রী রেনু দাসের বাড়িতে গিয়ে ডিবি পরিচয় দিয়ে ভয় দেখিয়ে নগদ ৬০০ টাকা নিয়ে যাই।
বাগতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী ঘটনার সত্যতা নিশ্চিত করা বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। তাদেরকে আজ (সোমবার ১৮ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, পলাতক আবু রায়হান রনিকে আটকের জন্য কাজ শুরু করে পুলিশ।