বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত দোকান থেকে মো. মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত ২ নবেম্বর সন্ধ্যায় উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুর কাদেরিয়া মাদরাসার পশ্চিম পাশে প্রধান সড়ক সংলগ্ন টিনের ভেড়া ও চাউনিযুক্ত একটি পরিত্যক্ত দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মামুন পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোঃ বাদশাহ মিয়ার ছেলে বলে স্থানীয় ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চাঁদপুর বাজারের সামান্য দক্ষিণে প্রধান সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে এ যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে, খুব দ্রুত আসামী গ্রেফতারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।