বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ তুলে ফরিদুল আলম (৪২) নামে এক লোককে হাত-পা বেঁধে গণধোলাইয়ের নামে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। আইনের তোয়াক্কা না করে হাত-পা বেঁধে ফরিদুল আলম নামে এই লোককে লাঠিপেটা করার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর প্রকৃত ঘটনাকে আড়াল করতে একটি মহল বিষয়টিকে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি হাসপাতালে ফরিদুল আলমের মৃত্যু হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পুরো এলাকাজুড়ে উত্তেজনা ও নিন্দার তুফান চলছে। নিহত নাঈমুদ্দীন প্রঃ ফরিদুল আলম উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের কালু ফকিরের বাড়ির দুদু মিয়ার পুত্র।
জানা গেছে, বিগত ১৫ বছর আগে একই উপজেলার বাহারচড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামের ৮ নং ওয়ার্ড এলাকার শেওলা বাপের বাড়ির মৃত আজিজ আহমদের মেয়ে মিনু আক্তারের সাথে নাঈমুদ্দীন প্রঃ ফরিদুল আলমের বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে ২ মেয়ে ও ১ ছেলেসহ ৩ সন্তান রয়েছে।