গাজীপুর মহানগরের সদর থানার গজারিয়াপাড়া কবির মার্কেটে শনিবার রাত সাড়ে ৭টার দিকে প্রকাশ্যে চাঁদাবাজির চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ব্যাটালিয়ন পুলিশের সদস্য শিহাব মোশারেফ সৈকত(২১) ও মীর মোহাম্মদ শাকিল (২১)নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সিয়াম ইলেকট্রনিক্স স্টোরের মালিক মাসুম মোল্লা ও তার বাবাকে লক্ষ্য করে আটক শিহাব কোমর থেকে পিস্তল বের করে বলে, “কথা বললে গুলি করে মেরে ফেলব।” এরপর দোকানে থাকা শাকিলসহ আরও ১২-১৪ জন সহযোগী মাসুম মোল্লার কাছে প্রথমে নগদ ৫ লাখ টাকা এবং প্রতি মাসে আরও ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবির প্রেক্ষিতে অস্বীকৃতি জানালে দোকান মালিক ও তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়।
দোকান মালিক ও স্থানীয়দের ডাক-চিৎকারে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে শিহাব ও শাকিলকে আটক করে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে একটি লোহার পাইপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ব্যাংক কার্ড, পুলিশের অফিসিয়াল আইডি কার্ড এবং বাজারের সামনে পড়ে থাকা বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়।
জয়দেবপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, আটককৃত শিহাব মোশারেফ সৈকত একজন ব্যাটালিয়ন পুলিশের সদস্য। ভোলার উত্তর দিগলদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। অপর গ্রেপ্তারকৃত মীর মোঃ শাকিল গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের মীর মোহাম্মদ কাঞ্চনের ছেলে।
তিনি আরও বলেন, “ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”