স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ধারাবাহিক বিশেষ অভিযানে অস্ত্রধারী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ একাধিক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। পৃথক অভিযানে অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, ছিনতাইকৃত ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি. ডিবি (উত্তর) বিভাগের এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (২৫) ও হযরত ওমর মৃধা (২৭)কে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে অপর এক অভিযানে সুমন মোল্লা (৩৬)কে গ্রেফতার করে তার কাছ থেকে আরও ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এরপর ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. ডিবি (উত্তর) বিভাগের এসআই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার মাজারবস্তি এলাকাসহ গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য শওকত আলী (৪৫), মঞ্জু মিয়া (৪০), শাহজাহান (৪০), বজলুর রহমান (৫০), কুদ্দুস আলী (৩৩), আঃ রব আকাশ, বদু মিয়া (৩৫) ও আঃ হালিম (৩২)কে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে কুড়াল, চাকু ও মাফলার উদ্ধারসহ ছিনতাইকৃত চারটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
একই দিন বেলা আনুমানিক ১টা ১০ মিনিটে ডিবি (উত্তর) বিভাগের এসআই মোঃ জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য সম্রাটকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যমতে পলাতক রাজ্জাকের স্ত্রীর হেফাজত থেকে ছিনতাইকৃত ৪৩ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ডিবি (দক্ষিণ) বিভাগের এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শাহাদৎ স্টোরের সামনে পাকা রাস্তায় শর্টগান সদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে মোঃ রাব্বি সরকার (২৬) ও আনছারুল হক ওরফে আসান ভূইয়া (৩০)কে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি শর্টগান সদৃশ্য অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মহানগর জুড়ে অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।