খুলনার আড়ংঘাটা থানাধীন লতার ব্রীজ মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. শান্ত বিশ্বাস ফাইম (১৭) নামে এক মুরগি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা তিনজন দুর্বৃত্ত শান্তকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বুকে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শান্তকে ঢাকায় পাঠানো হয়।
গুলিবিদ্ধ শান্ত রায়ের মহল উত্তরপাড়ার বাসিন্দা ফয়সাল মোল্লার ছেলে।
খুলনা কেএমপি ডিসি নর্থ মো: তাজুল ইসলাম বলেন, ঘটনায় যেখানে ঘটনা ঘটছে বলে জানতে পেরেছি। সেখানে পুলিশ পাঠানো হয়৷ সেখানে গুলির কোন ঘটনার আলামত পাওয়া যায়নি৷ তবে গুলিবিদ্ধ শান্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার কারণ অনুসন্ধানেও পুলিশ কাজ করছেন।