স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার এবং এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার টঙ্গী পশ্চিম থানার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আরিফ চৌধুরী বাড়ির ভাড়াটিয়া ও বাদী মোঃ সুন্দর আলী (৪০) থানায় মৌখিকভাবে জানান তাঁর শ্যালক মোঃ রাসেল মিয়া (২৫)-কে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা রাস্তা থেকে দুর্বৃত্তরা শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা ফোন করে রাসেলের পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনা জানার পরপরই উপ-পুলিশ কমিশনার (অপরাধ–দক্ষিণ), জিএমপির দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান শুরু করে।
প্রায় দুই ঘণ্টার টানা অভিযানে ভিকটিমকে টঙ্গীর মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মোঃ সানি-কে ভিকটিমের মোবাইল ফোনসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ভিকটিমের ভগ্নিপতি মোঃ সুন্দর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রোববার (২৩ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপহরণকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনাটি টঙ্গী পশ্চিম থানার দ্রুত পদক্ষেপ ও প্রযুক্তি ব্যবহারের সফলতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।