স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর স্টেশন রোড এলাকায় মহাসড়কে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাসে উঠতে যাওয়া এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় পথচারীদের হাতে ধরা পড়লে গণপিটুনিতে ছিনতাইকারি যুবকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পুলিশ জানায়, বাসে ওঠার সময় ভিড়ের সুযোগে ওই যুবক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ও আশপাশের কয়েকজন পথচারী ধাওয়া দিয়ে মুহূর্তেই ছিনতাইকারীকে আটক করে ফেলে। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনী দেয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, সেখানে নেওয়ার পরপরই ২৪ বছর বয়সী ওই অজ্ঞাতনামা যুবককে মৃত ঘোষণা করা হয়।

ঘটনায় কোনো গ্রেফতার নেই। নিহত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই গাজীপুরকে অবহিত করা হয়েছে। পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, “আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকদের উচিত অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া। গণপিটুনী কারো মৃত্যুর কারণ হলে তা নিজেই একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়।”