পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর খুলনায় গ্রেপ্তার হলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম। রবিবার ভোরে খালিশপুরের মুজগুন্নি এলাকার একটি চারতলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করে দিঘলিয়া থানা পুলিশ। অভিযানে সহায়তা করে গোয়েন্দা পুলিশ।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, নাসিমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ব্যবসাসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে গণেশ হত্যা মামলায় তার ৩২ বছরের এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা রয়েছে।
১৮ জুন সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তারে গেলে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় নাসিমের অনুসারীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করা হয়।
পুলিশ জানায়, পরে অভিযান চালিয়ে নাসিম বাহিনীর সদস্য রেজাউল ও আলামিনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, নাসিম এলাকায় ফেরার পর একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং দিঘলিয়ায় প্রভাব বিস্তার শুরু করেন। তিনি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য বলেও এলাকায় প্রচার রয়েছে। গ্রেপ্তার হওয়া নাসিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।