মুন্সীগঞ্জের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন চর কিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে আরাফ আশরাফ নয়ন (২৬) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (২ মে) দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন নয়ন। ৯৯৯-এ কল করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে নিখোঁজের আড়াই ঘণ্টা পর তাকে মেঘনা নদী থেকে উদ্ধার করে দমকল বাহিনী। নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, কোম্পানির মুন্সীগঞ্জের সহকর্মীদের সঙ্গে ছুটির দিনে বেড়াতে যান মিনি কক্সবাজার হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে , সেখানে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ মেঘনায় হারিয়ে যান নয়ন।

তিনি আরো জানান, নয়নের বন্ধু তাৎক্ষণিক ৯৯৯-এ কল করে সাহায্য চান। পরে ঢাকা থেকে ডুবরিদল এই উদ্ধার কাজে যুক্ত হয়। মুন্সীগঞ্জ ও ঢাকা দমকল বাহিনীর ডুবুরিরা আড়াই ঘণ্টা উদ্ধার অভিযানের পর মেঘনা নদী থেকে তাকে উদ্ধার করেন।